প্লাস্টিকের পাত্রের গন্ধ ও দাগ দূর করার টিপস | remove odour from plastic container (in Bengali)

প্লাস্টিকের পাত্রের গন্ধ ও দাগ দূর করুন

আজকাল স্টিলের বা কাচের পাত্র থেকে প্লাস্টিকের পাত্র ব্যবহারে মানুষ বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

আমরা খাবার প্যাক করে রেখে দিই ওই ছোট পাত্রগুলোতে।

ঝামেলাবিহীন এই পাত্র সহজেই ধোয়া যায়।

বিশেষজ্ঞরা মনে করেন, যদি আপনি দীর্ঘদিন এই পাত্র ব্যবহার না করেন, রং ভালো থাকা পর্যন্ত ব্যবহার করেন তাহলে প্লাস্টিকের পাত্র খুব বেশি ক্ষতিকারক না।

তবে যাঁরা প্লাস্টিকের পাত্র ব্যবহার করেন, তাঁরা দুটি সমস্যার কথা ভালোভাবেই জানেন।

এক তৈলাক্ত খাবার রাখা সমস্যা কারণ পরিষ্কার করার পরেও তাতে দুর্গন্ধ থেকে যায়।

আর দুই. মাঝে মধ্যে বিভিন্ন তরকারি ও ঝোলের দাগ থেকে যায়। সহজেই এতে দাগ পড়ে।

প্লাস্টিকের এই গন্ধ ও দাগ পরিষ্কার করা খুবই সমস্যা। কিন্তু কিছু বেসিক রান্নাঘরের সামগ্রী আছে যা দিয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন

এখানে কিছু সাধারণ টিপসের উল্লেখ করছি যার সাহায্যে আপনি খুব সহজেই প্লাস্টিকের পাত্রের দাগ ও গন্ধ দূর করে একেবারে নতুনের মতো করে তুলতে পারবেন। 

জেনে নিন কীভাবে প্লাস্টিকের পাত্রের দাগ ও গন্ধ দূর করবেন-

বেকিং সোডা

প্লাস্টিকের পাত্রের গন্ধ ,দাগ দূর

একটি বালতির মধ্যে গরম জল নিয়ে এর সঙ্গে তিন টেবিল চামচ বেকিং সোডা মেশান।

এবার এর মধ্যে প্লাস্টিকের পাত্র আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন।

এবার ডিশ ওয়াশিং লিকুইড দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

প্লাস্টিকের পাত্রটি যদি আকারে বোরো হয় তাহলে বেকিং সোডা ও গরম জলের মিশ্রণটি পাত্রের মধ্যে ঢেলে রেখে দিন আধা ঘণ্টা, তারপর যেমন ভাবে ধুতে বললাম সেই ভাবে ধুয়ে ফেলুন।

লেবুর রস ও ভিনিগার 

বালতির জলের মধ্যে লেবুর রস ও এক টেবিল চামচ আপেল সাইডার ভিনিগার দিয়ে প্লাস্টিকের পণ্য ভিজিয়ে রাখুন।

আধা ঘন্টা পর ডিশ ওয়াশিং লিকুইড দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে শুকিয়ে ফেলুন।

আপেল সাইডার ভিনিগার না থাকলে আপনি white ভিনিগারও ব্যবহার করতে পারেন। 

লেবু কেটে সেই এক টুকরো লেবু দিয়ে পাত্রের ভিতরের অংশে ভালো ভাবে ঘষে জল দিয়ে ধুয়ে নিয়ে পারেন।  এই ক্ষেত্রেও গন্ধ চলে যাবে। 

কফি

কিছু পরিমান কফি (শুকনো / ভিজে ) পাত্রের মধ্যে সারারাত ঢাকা দিয়ে রেখে দিন।

পরের দিন সকালে ডিশ ওয়াশিং লিকুইড দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন , দেখবেন গন্ধ চলে গেছে।

লবন

এইসব পদ্ধতি এপলাই করার পরও যদি দেখেন খুব সামান্য গন্ধ রয়ে গেছে তাহলে কি করবেন ?

কিছুটা লবন ওই পাত্রের মধ্যে এক রাত ঢাকা দিয়ে রেখে দিন বা পুরানো খবরের কাগজ ১-২ দিন ঢাকা দিয়ে রেখে দিন।

এই দুটি বাকি থাকা হালকা গন্ধটুকুও শুষে নেবে। 

ভ্যানিলা এসেন্স

এছাড়াও আরেকটি পদ্ধতি আপনি এপলাই করতে পারেন সেটি হলো ভ্যানিলা এসেন্সের ব্যবহার।

প্লাস্টিকের পাত্রের গন্ধ,দাগ দূর
Pic: ভ্যানিলা এসেন্স (Vanilla Flavour Essence)

ভ্যানিলা এসেন্স একটি কার্যকরী উপাদান যা কড়া গন্ধ শুষে নিতে পারে।

এর জন্য এক টুকরো কাপড়ে বা তুলোর মধ্যে কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স ঢেলে সেটিকে প্লাষ্টিক পাত্রের মধ্যে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে ১০-১২ ঘন্টা।

এতে পাত্রের মধ্যেকার বাজে গন্ধ যেমন দূর হবে তেমনি একটা মিষ্টি গন্ধ থাকবে।

সব শেষে সরাসরি সূর্যের আলোর নিচে পুরো দিনের জন্য কন্টেইনার বা বোতল টি রেখে দিন।

দেখবেন পাত্রটি নুতুনের মতো হয়ে গেছে আবার ব্যবহার করার জন্য।    

আরো পড়ুনঃ





Post a Comment

0 Comments