গরম এলেই যেন মুখের তৈলাক্তভাবটা কয়েকগুণ বেড়ে যায়।
মুখের তেলতেলেভাব ঢাকতে যতই প্রসাধনী ব্যবহার করা হোক না কেন, সবকিছু ছাপিয়ে তেলটাই ভেসে ওঠে!
ত্বকে ধুলোবালি জমে ব্রণ, ফুসকুড়ির সমস্যা বহুগুণ বাড়িয়ে দেয়।
তৈলাক্ত ত্বকে কালচে ছোপ পড়ে যাওয়া তো একটা সাধারণ সমস্যা।
ত্বক যত তৈলাক্ত হবে, ততই বাড়বে তার কালচে ভাব।
অনেকেই তৈলাক্ত ত্বকের কারণে মুখ বারবার ধুয়ে থাকে।
তারা ভাবে এতে ত্বকের তেল দূর হয়ে যাচ্ছে।
![]() |
Image source-Google | Image by- daizizheng |
বেশি তৈলাক্ত হয়ে যায় ত্বক। এর কারণ মুখ বারবার ধোয়ার ফলে ত্বক শুষ্ক হয় এবং এর ফলে ত্বকের ভেতর থেকে অতিরিক্ত তেল নিঃসরণ হয়।
তাই বারবার মুখ ধোয়া থেকে বিরত থাকুন।
শুধু সকালে ও রাতে দুইবার মুখ ফেইসওয়াস দিয়ে ধুয়ে ফেলুন।
তবে তৈলাক্ত ত্বকের এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় আছে।
মুখের তেলতেলে ভাব দূর করতে প্রাকৃতিক ফেসওয়াশ
কলা-লেবু-মধুর ফেসপ্যাক
যেভাবে ব্যবহার করবেন:
প্রথমে কলার খোসা ছাড়িয়ে সেটিকে ভালো করে চটকে নিন। এর পর এর সঙ্গে মধু আর পাতি লেবুর রস ভাল করে মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করুন।
পাকা কলা, পাতি লেবুর রস আর মধু দিয়ে তৈরি এই পেস্ট হাতে, মুখে ও গলার ত্বকে ভাল করে মেখে নিয়ে মিনিট পনেরো এ ভাবেই রেখে দিন।
মিনিট পনেরো পর মুখ ভালো করে ধুয়ে একটি নরম তোয়ালে দিয়ে চেপে চেপে মুছে নিন। তবে জোরে চাপ দিয়ে বা ঘষে ঘষে মুখ মুছবেন না।
সপ্তাহে অন্তত ২-৩ বার এই প্যাক ব্যবহার করতে পারলে খুব ভালো ফল পাওয়া যাবে।
কীভাবে কাজ করে এই প্যাকটি :
কলা তৈলাক্ত ত্বকের পরিচর্যার জন্য অত্যন্ত কার্যকর। এটি ত্বকের উজ্জ্বল্য আর কোমলতা বৃদ্ধি করতেও সাহায্য করে।
লেবুতে সাইট্রিক এসিড রয়েছে যা ত্বকের তৈলাক্ত ভাব দূর করে একই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
মধু হলো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের ব্রণ-ফুসকুড়ির সমস্যা দূর করে ত্বককে প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।
তৈলাক্ত ত্বকে শসার ব্যবহার
তৈলাক্ত ত্বকের জন্য শসা খুবই কার্যকরী। কারণ এতে ভিটামিন A, ভিটামিন E এবং ম্যাগনেশিয়াম রয়েছে।
এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় এবং ত্বকের ভেতর থেকে তেল নিঃসরণ হতে দেয় না।
তাই প্রতিদিন শসার রস মুখে লাগান এবং হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
দুধ এবং ময়দার প্রাকৃতিক ফেসওয়াশ
বাজারে যেসব ক্যামিকেল ফেসওয়াশ পাওয়া যায় তাতে ত্বক শুষ্ক করে ফেলে এবং ত্বকের ভেতরের তেল বেশি করে নিঃসরণ করে।
তাই প্রাকৃতিক ফেসওয়াশ ব্যবহারের চেষ্টা করুন।
দুধ এবং ময়দা দিয়ে মুখ ধুয়ে ফেললে ত্বকের ময়লা দূর হবে এবং ত্বক আরো বেশি উজ্জ্বল ও মসৃণ হবে।
ডিম ও লেবুর ফেসপ্যাক
ডিমের সাদা অংশ এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
এটি মুখের তৈলাক্ততা দূর করে এবং ত্বকের লাবণ্যতা ধরে রাখে।
0 Comments